উত্তরঃ হোমমেইড সেরেলাক প্রস্তুত প্রণালী: বাবুর বয়স ৬ মাস থেকে ২ বছর হলে প্রথমে দুই কাপ (২০০ মিলি) পরিমাণ পানি ২-৩ টেবিল চামচ হোমমেড সেরেলাক মিশ্রন করে নিন। স্বাদ মত মিষ্টি যেমন তালমিছরি ও সামান্য একটু লবণ দিয়ে সুজির মত ৮-৯ মিনিট মিডিয়াম আচে রান্না করুন। প্রয়োজন অনুযায়ী ঘন হলে নামিয়ে নিন হালকা গরম অবস্থায় পরিবেশন করুন। অধিক স্বাদ ও পুষ্টির জন্য ম্যাশ করা ফল, সবজি বা ঘি, বাটার যোগ করে নিতে পারেন। দৈনিক ২ বার খাওয়াবেন।
বাচ্চার বয়স ২ বছর থেকে ১০ বছর হলে দুই কাপ (২০০মিলি) পরিমাণ পানি ২-৩ টেবিল চামচ হোমমেড সেরেলাক মিশ্রন করে অথবা দুধের সাথে ২-৩ চামচ সেরেলাক ও পরিমান মত মধু/তালমিছরি দিয়ে মিক্সার করে ৮-৯ মিনিট মিডিয়াম আচে রান্না করুন। প্রয়োজন অনুযায়ী ঘন হলে নামিয়ে নিন হালকা গরম অবস্থায় পরিবেশন করুন। অধিকা স্বাদ ও পুষ্টির জন্য ম্যাশ করা ফল, সবজি বা ঘি, বাটার যোগ করে নিতে পারেন। দৈনিক ২ বার খাওয়াবেন। এটি সব ধরনের বাচ্চার জন্য সম্পূর্ণ নিরাপদ। কারণ এটি হোমমেড ভাবে তৈরি ও সম্পূর্ণ কেমিকেল মুক্ত।